স্মিথের থাপ্পড়কাণ্ড নিয়ে যা বললেন সালমান

স্মিথের থাপ্পড়কাণ্ড নিয়ে যা বললেন সালমান
স্মিথের থাপ্পড়কাণ্ড নিয়ে যা বললেন সালমান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সজোরে চড় মেরেছেন অভিনেতা উইল স্মিথ। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। গোটা বিশ্ব যেন দুইভাগে ভাগ হয়ে গেছে। কেউ নিয়েছেন স্মিথের পক্ষ, আবার কেউ রকের পক্ষ। এবার এ নিয়ে মুখ খুললেন সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আইফা অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সালমান। ওই অনুষ্ঠানে বলিউড সুপারস্টারকে জিজ্ঞেস করা হয় কোনো অনুষ্ঠানের সঞ্চালককে কী তার করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত? কারো নাম সরাসরি উল্লেখ না করে সালমান বলেন, ‘একজন সঞ্চালক হিসেবে আপনাকে অবশ্যই সংবেদনশীল হতে হবে। মঞ্চে দাঁড়িয়ে করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত। রসিকতার মাত্রাজ্ঞান অবশ্যই থাকা উচিত।’

অভিনেতা আরও বলেন, ‘আমি বিগ বস, দশ কা দম এবং অনেক লাইভ শো সঞ্চালনা করেছি স্টেজে দাঁড়িয়ে। বিগ বস সঞ্চালনার সময় এক প্রতিযোগীর কাজে রেগে গিয়েছিলাম। শোতেই তাকে সেটা বলেছি। তবে আমি জানি যে এর একটা সীমা আছে। সীমা অতিক্রম করা যায় না।’

সালমানের সুরেই কথা বলেছেন বরুণ ধাওয়ান ও মনিষ পালও। বরুণ বলেন, ‘রসিকতা চটুল হলে অনেকে অপমানিত বোধ করতে পারে। তাই সঞ্চালককে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।’

৯৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথ চড় মারলেন মঞ্চে উপস্থিত মার্কিন কমেডিয়ান ক্রিস রককে। এর পর নিজের আসনে ফিরে এসে রককে গালাগালও করেন। এর পর থেকেই স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে উইল স্মিথের চড় মারা নিয়ে তর্কবিতর্ক চলছে পুরো বিশ্বে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom