টঙ্গীতে শ্রমিক হত্যার ‎বিচার চেয়ে মহাসড়কে মানববন্ধন

টঙ্গীতে শ্রমিক হত্যার ‎বিচার চেয়ে মহাসড়কে মানববন্ধন

প্রথম নিউজ, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাকশ্রমিক মাহফুজুর রহমানকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ কর্মসূচি পালন করে দুটি সংগঠনের সদস্যরা।

‎প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ‘টঙ্গী যুব সমাজ’ ও নিরাপদ সড়ক চাই গাজীপুর নামের দুইটি সংগঠনের প্রায় কয়েক’শ সদস্য অংশগ্রহণ করে।পরে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীরা মানববন্ধনে যোগ দেন।

‎মানববন্ধনে যোগ দিয়ে সংগঠন দুটির সদস্য ও বিএনপির নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষ রাতে নিরাপদে সড়ক- মহাসড়কে চলাচল করতে পারছেনা। মাহফুজ একজন নিরপরাধ মানুষ। এ সময় মাহফুজুরে হত্যার কারণ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

প্রসঙ্গত,গত বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর উড়াল সড়ক থেকে টঙ্গী বাজার সেনা কল্যাণভবনগামী সংযোগ সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক মাহফুজুর রহমানের মৃত্যু হয়।