কুমিল্লায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
শহরের শাসনগাছা এলাকার ঝিনুক আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লায় আবাসিক হোটেল থেকে দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) সাড়ে ১০টায় শহরের শাসনগাছা এলাকার ঝিনুক আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন।
ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রি পরিচয়ে বৃহস্পতিবার রাত ১১টায় রুম ভাড়া নেন ওই যুবক। একটি সূত্রে তার নাম রাশেদ (২৩) জানা গেছে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামে আব্দুল খলিলের ছেলে উল্লেখ করেছেন। হোটেলে প্রবেশের পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়েছে। তাই পুলিশকে খবর দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, এক ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে রুমে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।
এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু, তা তদন্ত করে দেখা হবে। হোটেল প্রবেশে সঠিক নাম-পরিচয় ব্যবহার করেছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: