তেঁতুলিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত
কাজে যোগ দিতে পারেনি খেটে খাওয়া মানুষ।

প্রথম নিউজ,পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ কেটে গেলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
স্থানীয়রা জানান, সকাল থেকে শহরসহ জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে শীতল বাতাসে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। কাজে যোগ দিতে পারেনি খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া রাস্তা-ঘাটে বের হচ্ছেন না মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘শৈত্যপ্রবাহ কেটে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: