১৫ বছর পর নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড

রোববার মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রান তোলে ইংল্যান্ড।

১৫ বছর পর নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড
১৫ বছর পর নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ডনিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের পরাস্ত করেছে ২৬৭ রানে। দীর্ঘ ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে জয় পেলো ইংলিশরা। ইংল্যান্ডের দেয়া ৩৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩০৬ রানে। ১৯ রানে এগিয়ে থা

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্কনিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের পরাস্ত করেছে ২৬৭ রানে। দীর্ঘ ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে জয় পেলো ইংলিশরা। ইংল্যান্ডের দেয়া ৩৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩০৬ রানে। ১৯ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তোলে ৩৭৪ রান। টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৬৩ রান তোলে কিউইরা। আর চতুর্থ দিনে দলীয় সংগ্রহে আরও ৬৩ রান তুলে অলআউট হয় স্বাগতিকরা। সবশেষ ২০০৮ সালে কিউইদের আঙিনায় সাদা পোশাকে জয় পেয়েছিল ইংলিশরা। আর কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের অধীনে খেলা ১১ টেস্টের ১০টিতেই জয় পেলো ইংল্যান্ড। জিততে হলে রেকর্ড গড়তে হতো নিউজিল্যান্ডকে।  এর আগে ৩২৪ রানের বেশি রান তাড়া করে জয় পায়নি কিউইরা। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে ৩৪৫ রানের বেশি চেজ করে জয় পায়নি কোনো দল। 

মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় দিন টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। মাত্র ২৮ রানে ৫ উইকেট হারায় কিউইরা। প্রথম তিন ব্যাটার টম লাথাম (১৫), ডেভন কনওয়ে (২) এবং কেন উইলিয়ামসকে (০) ফিরিয়ে তা-বের শুরুটা করেন স্টুয়ার্ট ব্রড। এরপর হেনরি নিকোলসকে ৭ রানে আউট করেন ওলি রবিনসন। এরপর টম ব্লান্ডেলকে ১ রানে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। শুরুর ধাক্কা সামলে দিনের বাকি সময়ে দলীয় সংগ্রহে ৩৫ রান যোগ করেন ডেরিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। মিচেল ১৩ এবং ব্রেসওয়েল ২৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। তবে বেশিদূর এগোয়নি দুই ব্যাটারের পার্টনারশিপ। চতুর্থ দিনে ব্যক্তিগত সংগ্রহে কোনো রান না তুলেই সাজঘরে ফেরেন ব্রেসওয়েল। ড্যারিল মিচেল অপরাজিত থাকেন ৫৭ রানে। ১০১ বলের ইনিংসটি ৬ চার ও ২ ছক্কায় সাজান তিনি। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

দ্বিতীয় ইনিংসে ১০ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১৮ রানের খরচায় ৪ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ১৫ ওভারে ৪৯ রান দিয়ে ৪টি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট পান ওলি রবিনসন ও জ্যাক লিচ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৪৩ রান তুলে ম্যান অব দ্য ম্যাচ হন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। আগামী ২৪শে ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: