ফাইনালের আগে উইকেটরক্ষককে হারালো নিউজিল্যান্ড

প্রথম নিউজ, ডেস্ক : রোববার (১৪ নভেম্বর) দুবাইয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা শো কেসে তোলার লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে এর তিনদিন আগেই নিউজিল্যান্ড দল পেলো এক বড় দুঃসংবাদ।
ডান হাতের চোটে ফাইনাল খেলতে পারছেন না কিউইদের অন্যতম সেরা ব্যাটার ডেভন কনওয়ে। শুধু ফাইনালই নয়, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এ উইকেটরক্ষক ব্যাটার।
দলের হেড কোচ গ্যারি স্টিডের বরাত দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) তরফ থেকে জানানো হয়েছে, ‘এই মুহূর্তে তার (কনওয়ে) বাদ পড়াটা আসলেই হতাশাজনক। সে দলের জন্য নিবেদিত প্রাণ। তার চেয়ে বেশি হতাশ আর কেউ হয়নি।’
কনওয়ের ইনজুরিতে পড়ার ঘটনাও ছিল বেশ অদ্ভুত। গত বুধবার আবুধাবিতে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কনওয়ে ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হয়ে হতাশায় ব্যাটে সজোরে আঘাত করেন। আর তাতেই ঘটে বিপত্তি।
মাঠ ছাড়ার পর হাতে অস্বস্তি অনুভব করলে এক্স-রে করানো হয় কনওয়ের। যেখানে দেখা যায়, এ বাঁহাতি কিউই ব্যাটারের ডানহাতের পঞ্চম মেটাকার্পাল ভেঙে গেছে।
এ বিষয়ে স্টিড বলেছেন, ‘এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।’ কনওয়ের বদলি কোনো খেলোয়াড় আনা হবে কি না এ ব্যাপারে কিউই কোচের বক্তব্য, ‘তার (কনওয়ে) বদলি কাউকে আনার মতো সময় এখন আর নেই।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: