ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন পাকিস্তানি স্পিনার
১৪ বছরের কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার ইয়াসির শাহ
প্রথম নিউজ, ডেস্ক : ১৪ বছরের কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার ইয়াসির শাহ।
তদন্তের পর স্পিনার ইয়াসির শাহকে নির্দোষ দাবি করে তার নাম মামলার চার্জশিট থেকে বাতিল করে দিয়েছে ইসলামাবাদের শালিমার থানা পুলিশ।
পাকিস্তান অবজারভার জানিয়েছে, পুলিশের তদন্তে দাবি করা হয়েছে, এফআইআরে ভুলবশতঃ ইয়াসির শাহের নাম অন্তর্ভূক্ত করা হয়েছিল। ধর্ষণ ও ভিডিও ধারণের কর্মকাণ্ডের সঙ্গেই জড়িত ছিলেন না ইয়াসির। এমনকি তিনি এসব বিষয়ে কিছু জানতেনও না। তাই অভিযোগ থেকে ইয়াসিরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৪ বছরের সেই কিশোরীর আত্মীয়া শালিমার পুলিশ স্টেশনে গত ১৯ ডিসেম্বর এফআইআরটি দায়ের করেন। পাকিস্তানি দণ্ডবিধির ২৯২-বি ও ২৯২-সি (শিশু পর্নগ্রাফি) ও ৩৭৬ ধারায় ধর্ষণের অভিযোগে মামলাটি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ইয়াসিরের বন্ধু ফারহান আকে কিশোরীকে ধর্ষণসহ ভিডিও ধারণ করে। এ সময় তাকে সহায়তা করেন ইয়াসির।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: