ম্যান সিটিকে টপকে শীর্ষে আর্সেনাল

শনিবার ভিলা পার্কে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক অ্যাস্টন ভিলা। গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স।

ম্যান সিটিকে টপকে শীর্ষে আর্সেনাল
ম্যান সিটিকে টপকে শীর্ষে আর্সেনাল

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক:  উড়তে থাকা আর্সেনালের হঠাৎ ছন্দপতন ঘটে। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা তিন ম্যাচ থাকে জয়হীন। যাতে শীর্ষস্থানও হারাতে হয় গানারদের। দুঃসময় পেছনে ঠেলে জয়ে ফিরেছে মিকেল আর্তেতার দল। শনিবার রাতে অ্যাস্টন ভিলাকে ৪-২ গোলে হারিয়ে পুনরুদ্ধার করেছে শীর্ষস্থান। রাতের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে পয়েন্ট হারিয়ে দুইয়ে নেমে যায় ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। শনিবার ভিলা পার্কে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক অ্যাস্টন ভিলা। গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স। ১৬তম মিনিটে আরেক ইংলিশ তারকা বুকায়ো সাকার গোলে সমতা টানে আর্সেনাল। ৩১তম মিনিটে ফিলিপে কুটিনহোর গোলে ফের এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। 

৬১তম মিনিটে ইউক্রেনিয়ান ডিফেন্ডার ওলেকসান্দার জিনচেঙ্কোর গোলে আবার সমতা টানে আর্সেনাল। ধুন্ধুমার লড়াইয়ে জমে ওঠা ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ধাক্কা খায় অ্যাস্টন ভিলা। আত্মঘাতী গোল করে বসেন দলটির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এর ৫ মিনিট পর স্কোরলাইন ৪-২ করেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। রাতের অন্য ম্যাচে নটিংনহ্যাম ফরেস্টের মাঠ সিটি গ্রাউন্ডে ম্যাচের ৪১তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশের পাসে গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার বার্র্নার্দো সিলভা। শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে নিশ্চিত হার এড়ায় নটিংহ্যাম। ক্রিস উডের গোলে সমতা টানে দলটি।

শনিবার রাতের আগে ৫১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্টে দুইয়ে ছিল আর্সেনাল। গোল ব্যবধানে এগিয়ে ছিল সিটি। নটিংহ্যামের মাঠে পয়েন্ট হারানোয় শীর্ষস্থান হারায় পেপ গার্দিওলার দল। দুইয়ে থাকা ম্যান সিটির পয়েন্ট এখন ৫২। আর ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: