১৭ বছর পর যায়যায়দিনে ফিরলেন শফিক রেহমান

রোববার যায়যায়দিনের সাংবাদিক, কর্মকর্তা কর্মচারীরা লাল গোলাপ দিয়ে তাকে বরণ করে নেন।

১৭ বছর পর যায়যায়দিনে ফিরলেন শফিক রেহমান

প্রথম নিউজ, অনলাইন: সতেরো বছর পর আবার যায়যায়দিনে ফিরেছেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। পত্রিকাটি আবার তার সম্পাদনায় ফিরেছে। রোববার যায়যায়দিনের সাংবাদিক, কর্মকর্তা কর্মচারীরা লাল গোলাপ দিয়ে তাকে বরণ করে নেন। প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক শফিক রেহমানের সম্পাদিত যায়যায়দিন ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রধানত এ কারণে তৎকালীন সেনাপ্রধানের চাপে যায়যায়দিন পত্রিকা ছেড়ে দিতে বাধ্য হন শফিক রেহমান। সেনাপ্রধানের চাপে শফিক রেহমানের যায়যায়দিন ছেড়ে দেওয়ার বিষয়টি ২০০৮ সালের আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে প্রকাশিত হয়েছিল। 

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগে ২০১৬ সালে শফিক, রেহমানকে গ্রেফতার করা হয়। প্রায় ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে ক্যান্সার আক্রান্ত স্ত্রী তালেয়া রেহমানের চিকিৎসার উদ্দেশ্যে শফিক রেহমান লন্ডন যান। জয় অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ২০২৩ সালে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলাটি সম্পূর্ণ সাজানো, মিথ্যা এবং রাজনৈতিক চনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার শফিক রেহমানকে এই মামলার দণ্ড এক বছরের জন্য স্থগিত করেছে এবং স্থায়ী জামিন দিয়েছে