যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ,খো খো
প্রথম নিউজ, অনলাইন : খো খো বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ দল। বুধবার (১৫ ডিসেম্বর) দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১০৯ পয়েন্টের বিশাল ব্যবধানে (১১৯–১০) হারিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, আর স্কোর করেছে ২৫৮ পয়েন্ট। বিপরীতে প্রতিপক্ষদের স্কোর মোটে ৬০ পয়েন্ট।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের। সে ম্যাচে জয় পেলে বাংলাদেশ দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রাখবে শেষ আটে।
এমনকি হারলেও চিন্তা নেই। কারণ গ্রুপের অন্য দলের চেয়ে পয়েন্ট ব্যবধান অনেকটাই এগিয়ে বাংলাদেশ দল।
এদিকে খো খো বিশ্বকাপে ঝলক দেখাচ্ছে বাংলাদেশ নারী দলও। তারা শ্রীলঙ্কাকে ৬৫ পয়েন্ট ও জার্মানিকে ১০৫-১৮ পয়েন্টে হারিয়ে দিয়েছে।
টানা দুই জয়ে নারী দলও কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। বৃহস্পতিবার নেপাল ও ভুটানের বিপক্ষে নিজেদের দুটি ম্যাচের মধ্যে একটি জিতলেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনাল।