রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি: খসরু

শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্ত চিন্তা বাংলাদেশের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি: খসরু

প্রথম নিউজ, অনলাইন: রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্ত চিন্তা বাংলাদেশের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 বাংলাদেশ আজ মুক্ত মন্তব্য করে আমির খসরু বলেন, যার জন্য আমরা ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছি, জেল খেটেছি, অনেক নেতাকর্মীর খুন ও গুম হয়েছে- সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি। তবে মুক্ত চিন্তা ব্যতীত কোন জাতি সামনের দিকে যাওয়ার কোন সুযোগ নেই। আজকের সরকার আর কি করতে পারতো, আগামী দিনে সরকার কি করবে, বিএনপি কি করবে এবং কি ভাবছেন- এজন্য জনগণকে আনতে হবে। আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করে কোনও জাতি এগিয়ে যেতে পারে না। তবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছেন তাদেরকে জাতির সামনে ক্ষমা চেয়ে পাপমোচন করতে হবে। শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। আর যারা সরাসরি গুম ও খুনের সঙ্গে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ভ্যাট বাড়ানো অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হয়নি মন্তব্য করে খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা এবং স্বাস্থ্য খাতসহ সব খাতে উন্নয়ন কাজ করা হবে।
সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।