সাফা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এইচ এম আল আমিন কে সংবর্ধনা

সাফা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এইচ এম আল আমিন কে সংবর্ধনা

প্রথম নিউজ, অনলাইন:   পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাফা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি এইচ এম আল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সাফা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খানের সভাপতিত্বে এবং শিক্ষক গনপতি হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি এইচ এম আল আমিন। 

বক্তব্যের শুরুতেই তিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ইসহাক মিয়া ও তার সহযোগীদের এবং জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

এইচ এম আল আমিন বলেন, এ সংবর্ধনায় প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেরে গেল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছিল, মাঝে দীর্ঘ পনেরটি বছর কিছুটা ছন্দ-পতন হয়েছিল, যেখানে নকল ও প্রশ্ন ফাঁসের মত ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দড়িয়ে ছিল। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং তুষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান খান মিল্টন, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বেলায়েত হোসেন ও হাবিবুর রহমান, সাফা ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ সানাউল্লাহ, ধানীসাফা ইউনিয়নের বাংলাদেশ জামায়েত ইসলামী সভাপতি মোঃ হাসান, সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহম্মদ, সাফা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য আলহাজ্ব ডা: মোঃ মোস্তফা কামাল বাদল, ধানীসাফা ইউনিয়ন যুবদলের আহবায়ক তোফাজ্জেল হোসেন, সাফা বন্দর বণিক সমিতির সভাপতি সুমন হাওলাদার, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অভিভাবক সদস্য মোঃ গফ্ফার মোল্লা, তুষখালী কলেজের প্রভাষক শ্রী রঞ্জণ কুমার পাইক প্রমূখ।