ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
প্রথম নিউজ, অনলাইন: সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে মহাসড়কের গজারিয়া অংশে দাউদকান্দি ব্রিজের ওপর কুমিল্লাগামী লেনে একটি গাড়ি বিকল হওয়ার কারণে যানযটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
বাসচালক সাদ্দাম হোসেন জানান, জামালদি হতে ভাটের চর আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে।
পিকআপচালক শরীফ হোসেন জানান, মেঘনা হাসঁ পয়েন্ট হতে যানজট পেয়েছি। কী কারণে যানজট তা জানি না।
গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশ ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বিকল হওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।