চেলসির দুর্দশায় নিজেকে নির্দোষ দাবি কোচ পটারের

শনিবার রাতেও ব্যর্থতা সঙ্গী হয় চেলসির। স্ট্যামফোর্ড ব্রিজে লীগের ম্যাচে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হারে স্বাগতিকরা।

চেলসির দুর্দশায় নিজেকে নির্দোষ দাবি কোচ পটারের
চেলসির দুর্দশায় নিজেকে নির্দোষ দাবি কোচ পটারের

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক:  জানুয়ারির দলবদলে বাজিমাত করে চেলসি। এনজো ফার্নান্দেজ, মিখাইল মুদরিকদের মতো তারকাদের কিনে দল ভারি করেছে ব্লু’রা। তারার মেলা বসিয়েও অবশ্য লাভ হয়নি চেলসির। ধুঁকতে থাকা গ্রাহাম পটারের দল প্রিমিয়ার লীগে শেষ ৮ ম্য্যাচে জয় পেয়েছে মাত্র একটি। শনিবার রাতেও ব্যর্থতা সঙ্গী হয় চেলসির। স্ট্যামফোর্ড ব্রিজে লীগের ম্যাচে সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হারে স্বাগতিকরা। দলের দুর্দশায় অবশ্য নিজেকে নির্দোষ দাবি করছেন চেলসি কোচ গ্রাহাম পটার। ঘরের মাঠে বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও বারবার সাউদাম্পটনের গোলমুখে ব্যর্থ হয় চেলসি। বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। জয়সূচক একমাত্র গোলটি করেন সফরকারী দলের ইংলিশ মিডফিল্ডার জেমস ওয়ার্ড-প্রোসে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় চেলসির খরচ রেকর্ড ৩৬ কোটি ডলারের বেশি। কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৪ ম্যাচে চেলসির জয় মাত্র দুটি। 

প্রিমিয়ার লীগ টেবিলে রয়েছে দশ নম্বর স্থানে। দলের দুর্দশায় সমর্থকদের অভিযোগের আঙুলটা চেলসি কোচ গ্রাহাম পটারের দিকেই। সাউদাম্পটনের কাছে হারের পর এই ইংলিশ ম্যানেজার বলেন, ‘ঘরের মাঠে হারার পর যে কোনো সমালোচনাই বোধগম্য। আমার মনে হয়, আমার কঠিন সময় চলছে। তাছাড়া অনেক নতুন ও তরুণ ফুটবলারকে প্রিমিয়ার লীগে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ নিতে হচ্ছে আমাদের।’ পটার বলেন, ‘আমি নিশ্চিত, অনেকেই মনে করেন যে আমিই মূল সমস্যা। আমার মনে হয় না তাদের ধারণা ঠিক। তবে তাদের মতামত যৌক্তিক বা উপযুক্ত নয় বলার মতো উদ্ধতও আমি নই।’   প্রিমিয়ার লীগ টেবিলে দশে থাকা চেলসি ২৩ ম্যাচে ৮ জয় ও ৮ হারে অর্জন করেছে ৩১ পয়েন্ট। ২৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তলানিতে সাউদাম্পটন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: