মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির, পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের
প্রথম নিউজ, অনলাইন: লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। অন্যদিকে, দেশটির রাজধানী সানার উত্তরে মার্কিন বাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি পরিচালিত আল মাসিরাহ টিভি।
রোববার (১৯ জানুয়ারি) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারা লোহিত সাগরে বেশ কয়েকটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ নামের একটি বিমানবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ হামলা গাজায় যুদ্ধবিরতির সময়কালে ইয়েমেনের বিরুদ্ধে যেকোনও আগ্রাসনের পরিণতি সম্পর্কে লোহিত সাগরের শত্রু বাহিনীকে সতর্ক করার জন্য চালানো হয়েছে।
ডিসেম্বরে লোহিত সাগরে পৌঁছানোর পর থেকে হুথি বিদ্রোহীরা এ নিয়ে আটবারের মতো মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি করল।
এর আগে হুথির মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি আলজাজিরাকে বলেন, রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হলে তারা গাজার সমর্থনে সামরিক অভিযান বন্ধ করবে।
তাদের নতুন এ হামলার দাবির বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
এদিকে হুথি পরিচালিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আল-আজরাকিন এলাকায় চারটি হামলা চালিয়েছে।
তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।