Ad0111

দ. চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, ৭ সৈন্য আহত

দ. চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, ৭ সৈন্য আহত

প্রথম নিউজ, ডেস্ক : মহড়ায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এফ৩৫সি যুদ্ধবিমান দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসনের ফ্লাইট ডেকে অবতরণের সময় এই যুদ্ধবিমান বিধ্বস্তে অন্তত সাত সৈন্য আহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার বিমানটি মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসনের ফ্লাইট ডেকে অবতরণের আগে পানিতে বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট মার্ক ল্যাংফোর্ড বলেছেন, বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মার্কিন নৌবাহিনী বলেছে, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ সাত সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে নেওয়া হয়। এছাড়া অন্য চারজনকে রণতরীতে চিকিৎসা দেওয়া হয়েছে।

ম্যানিলায় যে তিনজনকে পাঠানো হয়েছে তারা বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে মঙ্গলবার সকালের দিকে নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। মার্ক ল্যাংফোর্ড বলেছেন, মিলিয়ন ডলারের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে বিস্তারিত যাচাই করা হচ্ছে। বর্তমানে বিমানটির উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

১৪ হাজারের বেশি নাবিক এবং মেরিন সৈন্যকে নিয়ে দু’টি আমেরিকান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগরে মহড়া চালাচ্ছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, মার্কিন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জয়েন্ট ফোর্সের ক্ষমতা প্রদর্শনের জন্য শক্তিশালী সামুদ্রিক বাহিনী মহড়ায় অংশ নিয়েছে।

ল্যাংফোর্ড বলেছেন, রণতরী ইউএসএস কার্ল ভিনসনের ডেকের সামান্য ক্ষতি হয়েছে। তবে উভয় ক্যারিয়ার থেকে বর্তমানে ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ পুনরায় শুরু হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news