ধর্ম নিয়ে কটূক্তি, মামলার বাদীকে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকির অভিযোগ

ধর্ম নিয়ে কটূক্তি, মামলার বাদীকে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকির অভিযোগ

প্রথম নিউজ, অনলাইন:  লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর বাবা-ছেলের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী মো. আবদুল আজিজ ও সাক্ষীরাও হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। 

এর আগে গত রবিবার ধর্মীয় কটূক্তির অভিযোগে লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ে নিজেদের দোকানের সামনে মারধর করে নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আবদুল আজিজ।
 

এ বিষয়ে বাদী আবদুল আজিজ জানান, মামলার পর থেকে তাকে এবং সাক্ষীদের বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ইসলামী জঙ্গি আখ্যা দিয়ে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এসব হুমকি বিদেশি নম্বর থেকে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মামলার এক সাক্ষী বলেন, মামলার এজাহারে আমাদের নাম্বার আছে।
এজাহারটি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে আমাদের কাছে ফোন আসছে। আমাদের গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। 

আরেক সাক্ষী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নম্বর থেকে ফোন দিয়ে আমাকে ও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব বাজে ও খারাপ মন্তব্য করে এক ব্যক্তি। আমাকে প্রচণ্ড গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।