এনবিআরের অচলাবস্থা নিরসনে আলোচনায় অগ্রগতি, শাটডাউন প্রত্যাহার

প্রথম নিউজ, অনলাইন: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত অচলাবস্থা নিরসনে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গতকাল ২৬ জুন বিকালে অর্থ উপদেষ্টার কার্যালয়ে ২ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী একটি আলোচনা অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ সদস্য অংশ নেন।
বিস্তারিত আলোচনা শেষে সভায় নিম্নোক্ত তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়-
(ক) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা;
(খ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইস্যু করা কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুন:বিবেচনা করা; এবং
(গ) আগামী ১ জুলাই বিকাল ৪ টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সঙ্গে গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-সরকার প্রত্যাশা করে যে, আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য সভায় আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ জুলাইর মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে।
দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ দপ্তরে অবস্থান করে সব কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।
কলমবিরতিসহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকায় বিঘ্নিত হচ্ছে এনবিআরের কার্যক্রম। কর্মকর্তাদের ‘নিপীড়নমূলক বদলির’ আদেশ প্রত্যাহার এবং চেয়ারম্যানকে অপসারণ না করা হলে শনিবার থেকে সব কর অঞ্চল, ভ্যাট অফিস এবং কাস্টমস স্টেশনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ২৪ জুন এই কর্মসূচি ঘোষণা করে তারা। এরইমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা।
এদিকে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পরিষদকে আমন্ত্রণ না জানানোয় তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে অর্থ মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিটি তাদের দৃষ্টিগোচর হয়েছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের ঘোষিত ২৮ জুন (শনিবার) থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতা-বহির্ভূত থাকবে। এছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ এনবিআর’ কর্মসূচি পালিত হবে।
এতে আরও বলা হয়, দেশ ও রাজস্বের স্বার্থে উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রাজস্ব সংস্কার দাবি এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপরসারণের দাবি জানাতে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে পরিষদ প্রস্তুত রয়েছে।
বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বলা হয়, দেশ ও দশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক দাবি প্রতিবাদ কর্মসূচি পালন করছে।