শ্চিমতীরে ইসরাইলি সেনাঘাঁটিতে গ্রেনেড বিস্ফোরণে নিহত ১
অধিকৃত পশ্চিমতীরে একটি সেনাঘাঁটিতে গ্রেনেড বিস্ফোরণে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে একটি সেনাঘাঁটিতে গ্রেনেড বিস্ফোরণে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে।
রোববার গ্রেনেড বিস্ফোরণের এ ঘটনায় আরও তিন ইসরাইলি সেনা সদস্য আহত হয়েছেন। খবর ইয়েনি সাফাকের।
অধিকৃত পশ্চিমতীরের জর্দান উপত্যকায় অবস্থিত কেফির ব্রিগেড ট্রেনিং বেস নামে একটি ইসরাইলি সেনাদের প্রশিক্ষণকেন্দ্রে রোববার রাতে ওই গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
আহত তিন সেনা সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইল। এ হামলার বিষয়ে তদন্ত চালাচ্ছে ইসরাইল।
এ হামলার পর প্রশিক্ষণকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। এর আশপাশে ভ্রাপক তল্লাশি চালাচ্ছেন ইসরাইলি সেনারা।
এর আগে পূর্ব জেরুজালেমে গত ৩ জানুয়ারি এক ইসরাইলি সেনা সদস্যতে গুলি করে হত্য করা হয়েছে।
ইসরাইলের সেনাবাহিনীর মতে, ২০২২ সালে ৪৪ জন ইসরাইলি সেনা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে তিনজন নিহত হন পশ্চিমতীরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: