ব্রিটিশ প্রধানমন্ত্রী জ্বালানির খোঁজে আবুধাবিতে
রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কমাতে বিকল্প উৎস খোঁজতে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কমাতে বিকল্প উৎস খোঁজতে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পেট্রলের দাম কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বৈঠকের জন্য বুধবার তিনি উপসাগরীয় দেশ আবুধাবিতে পৌঁছেছেন।খবর স্কাই নিউজের। ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো এখন নিজেরাই বেকায়দায় পড়েছে।
জ্বালানি বিকল্প উৎস খোঁজার প্রতিযোগিতায় নেমেছে তারা। তেলের জন্য এখন ভেনিজুয়েলায়ও ধর্ণা দিচ্ছে আমেরিকা।এ সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য দেশগুলোকে যুক্তরাজ্যের প্রভাব বলয়ের ভেতরে আনতে হবে এবং রাশিয়া থেকে দেশগুলোকে দূরে রাখতে হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার উপসাগরীয় অঞ্চলে সফর শুরু করার সঙ্গে সঙ্গে ইউক্রেনের সঙ্গে সংঘাতের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক জোট গঠন এবং তার তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরতা বন্ধ করার একটি মিশন ঘোষণা করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews