৪৭ লাখ টাকাসহ অটোচালকের সঙ্গে লাপাত্তা কোটিপতির স্ত্রী
প্রথম নিউজ, ডেস্ক : সিনেমার গল্প নয়, বাস্তবেই ঘটেছে এমনটা। বাড়ি থেকে ৪৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে অটোচালকের সঙ্গে পালিয়েছেন এক ধনী ব্যক্তির স্ত্রী। সম্প্রতি ভারতের মধ্য প্রদেশের ইনদওরের খাজরানায় ঘটে এ ঘটনা। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী।
জানা গেছে, অভিযুক্ত ওই নারীর স্বামী একজন ধনী ব্যবসায়ী। ইনদওরে তার কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে। পুলিশের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। এ ঘটনায় অভিযোগ দায়ের করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, তার স্ত্রী বাড়ি ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ টাকা খোয়া গেছে। তিনি আরও অভিযোগ করেন, ইমরান নামে এক অটোচালকের সঙ্গে পালিয়েছেন তার স্ত্রী।
থানায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। ইমরানের বন্ধুর কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৩ লাখ টাকাও। যদিও পলাতক ওই দুইজনের খোঁজ এখনও পায়নি বলে জানিয়েছে পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: