মেহেরপুরে জামায়াতের পাঁচ নারী কর্মী আটক
প্রথম নিউজ, মেহেরপুর : মেহেরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের একটি বাড়িতে বৈঠককালীন তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন আনন্দবাস গ্রামের সুখি সোনা (৪০), কোহিনুর বেগম (৪৫), শারমিনা খাতুন (২২), রওশন আরা খাতুন (৪৬) ও পারভীনা খাতুন (৩৪)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াতের নারী কর্মীরা বৈঠক করছিলেন। বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।