৭০ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়ে গ্রেফতার
মাদকদ্রব্য আইনে গোদাগাড়ী থানায় মামলার পর বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর থেকে ৭০ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শ্রীমন্তপুর এলাকার মনোয়ারা বেগম (৫২) ও মুক্তি পারভিন (২১)। তারা সম্পর্কে মা ও মেয়ে।
আজ বুধবার সকালে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৭১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ ১৫ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতার মা-মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোদাগাড়ী থানায় মামলার পর বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: