সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে নাগরিক পরিষদের বিক্ষোভ
এই সময় বিক্ষোভকারীরা রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেওয়ায় ঘণ্টাখানেকের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রথম নিউজ, রাঙামাটি : বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তার মৃত্যুর প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপা গিয়ে সমাবেশ করে। এই সময় বিক্ষোভকারীরা রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেওয়ায় ঘণ্টাখানেকের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজি মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, জেলার সহ-সভাপতি নাদিরুজ্জামান, সহ-সভাপতি কাজি জালায়া, মহিলা পরিষদের নেত্রী মোর্শেদা আক্তার ও সালহা বেগম।
বক্তারা বলেন, আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের কারণে পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি কোনো নাগরিক শান্তিতে বসবাস করতে পারছে না। তাদর সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি সেনা কর্মকর্তাদেরও প্রাণ হারাতে হচ্ছে। একটি স্বাধীন দেশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা মানেই দেশের ওপর হামলা। তাই অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: