সিংগাইরে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আটক ১৭
মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম নিউজ,মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে বায়রা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সদস্য পদে ভোট হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামসা ইউনিয়ের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ১৭ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ। এরা বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুর সমর্থক বলে জানা গেছে।
মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ১১টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন ২৯৭ প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন ১০২ জন।
মোট ভোট কেন্দ্র রয়েছে ১১২টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৫৯২টি। মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৩২৪ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৯৪০ জন পুরুষ এবং ১ লাখ ৯ হাজার ৩৮৪ জন নারী ভোটার রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: