মানিকগঞ্জে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন নামের একটি বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।
প্রথম নিউজ, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় কমর্ফোট লাইন নামের একটি বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন বরংগাইল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রিয়াদ মাহমুদ। তিনি জানান, পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন নামের একটি বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: