ফের দুঃসংবাদ আদানিদের, সহযোগী ফার্ম থেকে বরিস জনসনের ভাইয়ের পদত্যাগ
আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির বাজার মূলধন ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি ডলারেরও বেশি) কমেছে!
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : গত ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক ছোট বিনিয়োগ কোম্পানি হিনডেনবার্গ কর্তৃক একটি প্রতিবেদন প্রকাশ করার পর ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির ব্যক্তিগত সম্পদমূল্য প্রায় অর্ধেক কমে গেছে। আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির বাজার মূলধন ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি ডলারেরও বেশি) কমেছে! শুধু কি তাই! আদানি গ্রুপের জন্য পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। এবার তাদের কফিনে আরেক পেরেক ঠুকে আদানি গ্রুপের সঙ্গে যুক্ত ফার্ম থেকে পদত্যাগ করেছেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই লর্ড জো জনসন। ভারতীয় নিউজ ওয়েবসাইট ওয়ান ইন্ডিয়া এ খবর নিশ্চিত করে জানাচ্ছে- নন এগজিকিউটিভ ডিরেক্টরশিপ পদ থেকে পদত্যাগ করেছেন জো জনসন।
এদিকে, ভারতেও প্রবল চাপের মুখে আদানি গ্রুপ। হিনডেনবার্গ এর ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ফাঁস হয়ে গিয়েছে আদানি গ্রুপের নানা কুকীর্তি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: