রুশ হামলায় ইউক্রেন ১১২ শিশু নিহত

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।
এই অভিযানে এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এই যুদ্ধে হতাহত হয়েছেন বহু বেসামরিক নাগরিক।
ইউক্রেনীয় গণমাধ্যমে বলা হয়েছে, রুশ হামলায় এ পর্যন্ত অন্তত ১১২টি শিশু নিহত হয়েছে। খবর আলজাজিরার।
প্রসিকিউটর জেনারেলের অফিসের বরাত দিয়ে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম জানিয়েছে, রুশ হামলায় আরও ১৪০টি শিশু আহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় ইউক্রেনের ৪৩৯টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া আরও ৬৩টি পুরোপুরি ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।
অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। শনিবার যুদ্ধের ২৪তম দিন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews