প্রথম নিউজ, ডেস্ক: কর্নাটকে হিজাব-বিতর্কের আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। সেই আবহে ওই বিতর্ক আরও উস্কে দিলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক জমির আহমেদ। তাঁর দাবি, ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি কারণ বেশির ভাগ মহিলা হিজাব পরেন না। রবিবার সংবাদ সংস্থা এএনআইকে জমির আহমেদ বলেন, ‘‘ইসলাম ধর্মে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর কারণ, অনেক মহিলাই হিজাব পরেন না।’’ এখানেই থামেননি হুবলির কংগ্রেস বিধায়ক জমির। তিনি বলেন, ‘‘হিজাব পরা বাধ্যতামূলক নয়। যাঁরা নিজেদের রক্ষা করতে চান, তাঁরা হিজাব পরেন। যে মহিলা নিজের সৌন্দর্য দেখাতে চান না তিনি হিজাব পরেন। এটা বহু পুরনো রীতি।’’
প্রসঙ্গত, কর্নাটকে উদুপি-তে মুসলমান ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এমন নোটিস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অন্য দিকে, কর্নাটকের স্কুল-কলেজের সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। উদুপি-র সরকারি কলেজে ৬ ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন। এর পর কর্নাটকের স্কুল-কলেজে ছড়িয়ে পড়ে এই আন্দোলন।পাল্টা হিন্দুত্ববাদী সংগঠনগুলি শিক্ষাঙ্গনে গেরুয়া চাদর ব্যবহার শুরু করেন। সোমবার হিজাব-বিতর্কে একাধিক মামলার শুনানি রয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
news.google.com