ইসরাইল-আমিরাত গোপন চুক্তি নিয়ে ফিলিস্তিনে বিক্ষোভ

ইসরাইল-আমিরাত গোপন চুক্তি নিয়ে ফিলিস্তিনে বিক্ষোভ

প্রথম নিউজ, ডেস্ক: ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে একটি গোপনচুক্তি সই হয়েছে। এ নিয়ে ফিলিস্তিনে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।

গোপন ওই চুক্তি অনুসারে— অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের এইলাত সমুদ্রবন্দরকে সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত করা হবে এবং এখান থেকে পশ্চিমা দেশগুলোর বাজারে যাবে আমিরাতের তেল।

কিন্তু পরিবেশবাদীরা বলছেন, এতে ওই এলাকার পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। খবর প্রেসটিভি ও এপির।

২০২০ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে এই চুক্তি হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠার জন্য যে কথিত ডিল অফ দ সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি উন্মোচন করেন তার আওতায় আবুধাবি ও তেলআবিবের মধ্যে এই চুক্তি সই হয়।

ফিলিস্তিনের আপামর জনগণ এবং আরব বিশ্বের বহুদেশ ও সংগঠন ডোনাল্ড ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করেছে।