নববধূ স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো

নববধূ স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো
নববধূ স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো, প্রতিকী ছবি

প্রথম নিউজ, রংপুর: শীতলপুর গ্রামের রাজা মিয়ার পুত্র জাহিদ হাসান তুষার (২২) এর সঙ্গে একই ইউনিয়নের মরারপাড়া গ্রামের শমু মিয়ার কন্যা সুমি বেগম (১৮)-এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমি বেগম তার স্বামী তুষারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগেই থাকতো। এরই সূত্র ধরে শুক্রবার সকালে ক্ষিপ্ত নববধূ সুমি বেগম ধারালো চাকু দিয়ে নিজ ঘরে ঘুমন্ত স্বামী জাহিদ হাসান তুষারের গোপনাঙ্গ কেটে দেয়। প্রতিবেশী লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার পূর্বক প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের প্রায় ৭৫ শতাংশ যৌনাঙ্গ কেটে গেছে। পুলিশ ওই নববধূকে আটক করেছে।  এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত এসআই ফয়জার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ কর্মকর্তা আরও বলেন, রাতেই ওই তরুণী বাদী হয়ে তাকে আসামি করে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাওছারকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom