গ্রেফতারকৃত ও গুলিবিদ্ধ নেতাকর্মীদের  বাড়িতে বিএনপি নেতা বকুলের নিত্যপণ্য প্রেরণ

গত বুধবার ৩১ মে সকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও নগদ অর্থ কারাবন্দী রূপসা উপজেলা বিএনপি নেতা মামুনের বাড়িতে পৌঁছে দেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কুদরতে আমির এজাজ খান ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

 গ্রেফতারকৃত ও গুলিবিদ্ধ নেতাকর্মীদের  বাড়িতে বিএনপি নেতা বকুলের নিত্যপণ্য প্রেরণ

প্রথম নিউজ, খুলনা: গত ১৯ মে বিএনপির দশ দফা দাবি আদায়ের চলমান কর্মসূচিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ জনসমাবেশে বিনা কারণে পুলিশি হামলায় গ্রেফতারকৃত ও ঐ দিন পুলিশের নির্বিচার গুলিতে মারাতœকভাবে আহত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রেরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

গত বুধবার ৩১ মে সকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও নগদ অর্থ কারাবন্দী রূপসা উপজেলা বিএনপি নেতা মামুনের বাড়িতে পৌঁছে দেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কুদরতে আমির এজাজ খান ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। এসময় তারা মামুনের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সকল বিপদে আপদে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

রূপসা উপজেলা বিএনপি নেতা মামুনের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আশরাফুল আলম নান্নু, মোস্তফা উল বারী লাভলু, লাচ্চু, জাবেদ মল্লিক, এম ডি আজাদ আমিন, আইয়ুব মোল্লা, ইয়াসিন ইসলাম মিন্টু, আসলাম ঢালি, লিটন তালুকদার, ফারুক হোসেন, আব্দুল আল মামুন, মতিউর রহমান মামুন, সোহেল রানা, পাপ্পু মীর, ফেরদৌস হোসেন, নজরুল, সেলিম চৌধুরী, হিরন চৌধুরী, খায়রুল রাজু, রবিউল প্রমুখ।

বিকেলে পুলিশের গুলিতে আহত মহানগর মটরচালক দলের মহিলা সম্পাদিকা তাসলিমা খানমের বাসায় কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌছে দেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কঃ স ম আব্দুর রহমান, শেখ সাদী খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুস সালাম, মোঃ রফিক, গিয়াসউদ্দিন মাতবর, আব্দুর রাজ্জাক প্রমুখ।