পিটিআই প্রেসিডেন্ট পারভেজ ইলাহি গ্রেপ্তার
অনলাইন জিও নিউজ বলছে, লাহোরে তার বাসভবনের কাছে জহুর ইলাহি এলাকার বাড়ির সামনে গাড়ি থেকে নামিয়ে দুর্নীতি বিরোধী কর্মকর্তারা বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট বা সভাপতি পারভেজ ইলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইন জিও নিউজ বলছে, লাহোরে তার বাসভবনের কাছে জহুর ইলাহি এলাকার বাড়ির সামনে গাড়ি থেকে নামিয়ে দুর্নীতি বিরোধী কর্মকর্তারা বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে। তিনি পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী। নিয়ে যাওয়া হয়েছে নিরাপত্তা হেফাজতে। তার মুখপাত্র এ খবরের সত্যতা স্বীকার করেছেন।
গত সপ্তাহে শুনানি ছিল তার দুর্নীতির মামলার। সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কথা বলে তিনি উপস্থিত হননি। অন্তবর্তী জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করে দুর্নীতি বিরোধী আদালত। গুজরাট জেলায় উন্নয়ন তহবিলের ৭ কোটি রুপি আত্মসাতের মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ জন্য তার বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা।
তিনি যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন তাকে আদালত ভুয়া বলে ঘোষণা দিয়েছে। ওই সার্টিফিকেটে বলা হয়েছে, তিনি বুকের ব্যথায় ভুগছেন।