কলকাতার নতুন সিনেমায় মিথিলা
পরিচালক অর্ণব মিদ্যার ‘মেঘলা’ শিরোনামের ছবিতে অভিনয় করবেন তিনি। আর মিথিলার চরিত্রের লুক প্রকাশ করে করা হয়েছে সিনেমার পোস্টার।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : দেশের পাশাপাশি ভারতেও নিয়মিত কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। তারই ধারাবাহিকতায় টলিউডের নতুন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। পরিচালক অর্ণব মিদ্যার ‘মেঘলা’ শিরোনামের ছবিতে অভিনয় করবেন তিনি। আর মিথিলার চরিত্রের লুক প্রকাশ করে করা হয়েছে সিনেমার পোস্টার। যেখানে মেঘলা হাসি-খুশি প্রাণবন্ত একটি মেয়ে, যার বড় হয়ে ওঠা এক অনাথ আশ্রমে। বিয়ের পর স্বামীকে নিয়ে তার সুখের সংসার। স্বামী পেশায় একজন ফরেনসিক ডাক্তার। কিন্তু বিয়ের পরেও সে শত কাজের ফাকেও যথাসাধ্য চেষ্টা করতে থাকেন আশ্রমের বাকি বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর। তবে একদিন অফিসের কাজের সুবাদে, দিন কয়েকের জন্য বাইরে গিয়ে ফিরে আসার পর খবর পায় আশ্রমের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর ভেঙে পড়ায় পাহাড়ে ঘুরতে নিয়ে যায় তার স্বামী।
কিন্তু যখন তার নিজের কিছুটা স্বস্তি লাগছিল তখন তার স্বামী উধাও হয়ে যায়। আর তারপর থেকে আবার স্বামী আবিরকে খুঁজতে নামেন এই অভিনেত্রী। এভাবেই এগিয়েছে ছবির গল্প। ‘মেঘলা’ ছবিতে মিথিলার সঙ্গে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: