মেসির সঙ্গে বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষের তালিকায় শাহরুখ
বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষের তালিকায় এসেছে ফুটবল জাদুকর লিওনেল মেসির নাম
প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষের তালিকায় এসেছে ফুটবল জাদুকর লিওনেল মেসির নাম। তার সঙ্গে তালিকায় আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নামও।
যুক্তরাজ্যে অবস্থিত ব্রিটিশ আন্তর্জাতিক ইন্টারনেট-ভিত্তিক বাজার গবেষণা এবং ডেটা অ্যানালিটিক্স ফার্ম ইউগোভ ‘ওয়ার্ল্ড’স মোস্ট এডমিয়ারড মেন ২০২১’- এর তালিকা প্রকাশ করেছে।
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে তালিকার শীর্ষে রয়েছেন বারাক ওবামা।
বিশ জনের শীর্ষ এ তালিকায় রয়েছেন পাঁচ ভারতীয়। এদের মধ্যে শুধুমাত্র দুইজন ভারতীয় অভিনেতা এ তালিকায় জায়গা করে নিয়েছেন। তারা হলেন শাহরুখ ও অমিতাভ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রয়েছেন এই তালিকায়। আছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিও।
রিপোর্ট অনুসারে জানা গেছে, এই বছরের সমীক্ষায় ৩৮টি দেশের ৪২,০০ জনেরও বেশি মানুষের ওপর এ জরিপ করা হয়েছে। জরিপ শেষে 'বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ ২০২১’ এর তালিকা তৈরি করেছে ইউগোভ।
তালিকার ব্যক্তিরা হলেন বারাক ওবামা, বিল গেটস, শি চিংফি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জ্যাকি চেন, এলন মাস্ক, লিওনেল মেসি, নরেন্দ্র মোদি, ভ্লাদামির পুতিন, জ্যাক মা, ওয়ারেন বাফেট, শচীন টেন্ডুলকার, ডোনাল্ড ট্রাম্প, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, পোপ ফ্রান্সিস, ইমরান খান, বিরাট কোহলি, অ্যান্ডি লাউ, জো বাইডেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: