নির্বাচনের মাঠে রোকেয়া প্রাচী

নির্বাচনের মাঠে রোকেয়া প্রাচী

প্রথম নিউজ, ডেস্ক : অভিনেত্রী রোকেয়া প্রাচী। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত তিনি। এছাড়া আওয়ামী লীগের রাজনীতিতেও বেশ সরব। গুণী এই অভিনেত্রী পরিচালনা ও প্রযোজনা করে থাকেন। তারই ধারবাহিকতায় তিনি প্রযোজকদের স্বার্থ রক্ষায় এবার আগামী ১৯শে মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন রোকেয়া প্রাচী। আর সাধারণ সম্পাদক পদে নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল দাঁড়িয়েছেন। এই নির্বাচনে কোনো প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশ জোট হয়ে নির্বাচন করছেন।
রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে মোট ২৭ জন প্রার্থী এক হয়ে গত মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে একটি পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনও করেছেন। সেখানে রোকেয়া প্রাচী বলেন, শিল্পবান্ধব সংস্কৃতি গড়ে
তুলতে চাই। আমাদের এই জায়গাটি (টেলিভিশন নাটক ইন্ডাস্ট্রি) বর্তমানে সেভাবে ভালো নেই। তাই আমরা এগিয়ে এসেছি পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, তাই টেলিপ্যাবকেও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চাই। প্রযোজকদের মুখে হাসি ফুটিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। প্রযোজকদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনে অংশ নিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা তাদের কথা বলতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। এই ইন্ডাস্ট্রির বয়স তো কম হয়নি, কিন্তু আমাদের প্রযোজকদের অর্থের স্বার্থের নিরাপত্তা নিশ্চিত হয়নি এতদিনেও। আমরা সংগঠনের পক্ষে, প্রযোজকদের পক্ষে কাজ করতে চাই। কেউ কেউ একা এগিয়ে যাবে, আর অন্য সকলে হতাশ হয়ে হারিয়ে যাবে, তা হবে না। এবারের নির্বাচনে ২৭টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে সদস্য পদে নির্বাচন করছেন। সভাপতি পদে রোকেয়া প্রাচীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom