১১ বছয় বয়সে রণবীরের নায়িকা হওয়ার কথা ছিল আলিয়ার
বলিউড পাড়ায় কখন কি ঘটছে এ নিয়ে সবার মধ্যে কৌতুহল বিরাজ করে
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড পাড়ায় কখন কি ঘটছে এ নিয়ে সবার মধ্যে কৌতুহল বিরাজ করে। এখন বি-টাউনের সবচেয়ে আলোচিত বিষয় রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পর্ক। প্রায়শই সম্পর্কের জন্য শিরোনামে আসেন তারা।
বর্তমানে ডেটিং করছেন দুজন। আগামী বছর বিয়ে হবে এমনটাও শোনা যাচ্ছে।
'ব্রহ্মাস্ত্র'তে এ জুটিকে প্রথম একসাথে দেখা যাবে। এদিকে তাদের নিয়ে জানা গেল এক নতুন তথ্য।
বলিউডের নন্দিত নির্মাতা সঞ্জয় লীলা বনসালির 'বালিকা বধূ'তে একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করার কথা ছিল রণবীর ও আলিয়ার।
যদিও রণবীর ও আলিয়া অফিশিয়ালি তাদের বিয়ের তারিখের ঘোষণা দেননি।
একটি পুরানো সাক্ষাৎকারে 'রকস্টার' অভিনেতা রণবীর জানান, ১১ বছর বয়সী আলিয়ার সাথে অভিষেক হওয়ার কথা ছিল তার। সেই ছবির পরিচালক সঞ্জয় লীলা বনসালি। ছবির নাম ‘বালিকা বধূ'।
একই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ‘রাজি’ অভিনেত্রী আলীয়া বলেন, 'রণবীর সত্য বলেছে। রণবীরের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তখন আমার বয়স ১১ বছর। রণবীর সঞ্জয় লীলা বনসালিকে সহায়তা করেছিলেন এবং আমাকে তার সাথে একটি ফটোশুট করতে হয়েছিল। আমি এতই লাজুক ছিলাম যে আমাকে তার কাঁধে মাথা রাখতে হয়েছিল এবং আমি তা করতে পারিনি।'
৯ ডিসেম্বর ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের পরে তাদের বিয়ের গুজব ছড়িয়ে পড়েছে। এমন খবর ছিল যে ডিসেম্বরে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে এখন এ দম্পতি কাজের প্রতিশ্রুতির কারণে জানুয়ারিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: