ছোট সংশোধন এনে মুক্তির অনুমতি পেলো ‘অমানুষ’
প্রথম নিউজ, ডেস্ক : প্রায় ন্যাড়া মাথা। ময়লা লেগে থাকা জলপাই রঙা শার্ট। গলায় বড় আকারের তাবিজ। কালচে তামাটে মুখ। কোমরের বেল্টে পিস্তল গুঁজে রাখা। সব মিলিয়ে নিজেকে আমূল বদলে ফেলেছেন নিরব হোসেন। তার পেছনে রিভলবার হাতে রাফিয়াত রশিদ মিথিলা। ঘন সবুজ বনের মাঝে দাঁড়িয়ে আছেন তারা। এভাবেই ‘অমানুষ’ ছবির প্রথম পোস্টারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন নিরব-মিথিলা। প্রথমবারের মতো তারা চলচ্চিত্রে জুটি বেধেছেন। পাশাপাশি এ ছবি দিয়ে বড় পর্দার খাতা খুলেছেন মডেল-অভিনেত্রী-উপস্থাপক মিথিলা।
সেই সিনেমা এখন মুক্তির মিছিলে। হাতে এসে গেছে অনুমতিপত্রও। প্রথম দফায় কিছু ত্রুটি ধরা পড়ায় পরিচালক অনন্য মামুন সংশোধন এনে পুনরায় ছবিটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেন। দ্বিতীয়বারে সেন্সর পাস হতে সমস্যা হয়নি ‘অমানুষ’- এর। নিশ্চিত করলেন অনন্য মামুন। সেন্সর থেকে মুক্তির অনুমতি পাওয়ায় বেশ খুশি ‘অমানুষ’ সিনেমার নায়ক নিরব। তিনি বলেন, ‘ছবিটির অনেক প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের কয়েকজন সদস্য। এটা আমার জন্য অনেক সাহস ও প্রেরণার। এ ছবিতে নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে আমি প্রচুর পরিশ্রম করেছি। আশা করছি দর্শক এখানে আমাকে নতুনভাবে আবিষ্কার করবে।’
নিরব-মিথিলা ছাড়া এ ছবিতে আরও অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: