ছোট পর্দায় আজকের অনুষ্ঠান

ছোট পর্দায় আজকের অনুষ্ঠান

প্রথম নিউজ, ডেস্ক : এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেহমান’। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা, অর্ষা, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মারজুক রাসেল, জয়রাজ, শামীম সরকার, জামিল প্রমুখ।
দীপ্ত টিভিতে ‘মাশরাফি জুনিয়র’
দীপ্ত টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। আহমেদ খান হীরকের গল্পে এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে।
 
বৈশাখী টিভিতে ‘চাপাবাজ’
বৈশাখী টিভিতে রাত ৯টা ২০ ও ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’। অভিনয়ে- হাসান জাহাঙ্গীর, আফজাল শরীফ, ফারুক আহমেদ, নাদের চৌধুরী, আশরাফ কবির, জয়, অনন্যা অনু, শামীম, শাহীন, ববি, জ্যাকি, তমাল প্রমুখ।