আবারো মঞ্চে বাতিঘরের ‘ঊর্ণাজল’

দর্শকনন্দিত নাট্যদল বাতিঘরের প্রশংসিত নাটক ‘ঊর্ণাজল’ আবারো মঞ্চে আসল

আবারো মঞ্চে বাতিঘরের ‘ঊর্ণাজল’
বাতিঘরের প্রশংসিত নাটক ‘ঊর্ণাজল’ আবারো মঞ্চে

প্রথম নিউজ, ডেস্ক : দর্শকনন্দিত নাট্যদল বাতিঘরের প্রশংসিত নাটক ‘ঊর্ণাজল’ আবারো মঞ্চে আসল।

২১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির ২৮তম মঞ্চায়ন সম্পন্ন হয়।

বাকার বকুলের রচনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মুক্তনীল খালিদ হাসান রুমি, সাদ্দাম রহমান, সঞ্জয় গোস্বামী, সুইটি সরকার, মনিরুজ্জামান ফিরোজ, শিশির সরকার, সঞ্জয় হালদার, স্মরণ বিশ্বাস, সাবরিনা সারমিন, তারানা তাবাসসুন চেরী, ফয়সাল আহম্মেদ, রাজু, তামিম আহমেদ, মৃধা অয়োমী, সাবিহা প্রমুখ।

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে।

অন্যদিকে সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী।

ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গায়কের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে  নেয়  কে বা কারা।

 এ সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি।  এভাবেই এড়িয়ে যায় নাটকটির কাহিনী।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom