ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী

ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী
ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ধর্মের টানে বলিউড ছাড়েন ‘দঙ্গল’খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিম।  ইসলাম ধর্মের অনুশাসন যথাযথভাবে প্রতিপালনের জন্য অভিনয় ছাড়েন ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খানও। 

এবার ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী। তার নাম অনাঘা ভোঁসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি।

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে অনাঘা ভোঁসলে ঘোষণা দেন, ধর্ম পালনের উদ্দেশে অভিনয় ছেড়েছেন তিনি। এখন থেকে তিনি ঈশ্বরের সেবা করতে চান। অভিনয়টা অবশ্য কয়েক দিন আগেই ছেড়ে দিয়েছেন। এতদিন ধরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেননি।

শুধু নিজেই নন; অন্যদেরও অভিনয় পেশা থেকে দূরে সরে আসতে অনুরোধ জানান অনাঘা ভোঁসলে।

এ অভিনেত্রী লিখেছেন— ‘এতদিন আপনারা যে ভালোবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আর আশা করি, আপনারা আমার এ সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। আপনারাও আপনাদের কাজ করে যান, তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার আধ্যাত্মিক পথ ও কৃষ্ণসেবা বিঘ্নিত না হয়। আর কোনো মানুষ বা কাজের জন্য যদি আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসুন।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom