একইমঞ্চে সম্মাননা পেলেন দুই বোন

একইমঞ্চে সম্মাননা পেলেন দুই বোন

প্রথম নিউজ, অনলাইন:   অভিনয়ে মেহজাবিন চৌধুরীর ক্যারিয়ার প্রায় দেড় দশকের। ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন তিনি। এবার তার সঙ্গে যোগ হয়েছেন তারই ছোটবোন মালাইকা চৌধুরী। মাস কয়েক আগেই অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা। কাজ করেছেন একটিমাত্র নাটকে। আর সেটি বেশ আলোচনায় এসেছিল। 

এবার বড় বোনের সঙ্গে এ নাটকের জন্য একইমঞ্চে সম্মাননায় ভুষিত হলেন তিনি। ‘সম্পূর্ণা বাংলাদেশ’ নামে একটি সংগঠন সম্প্রতি তাদেরকে সম্মননা প্রদান করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে ও সভাপতি স্বর্ণলতা দেবনাথ। 

১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বসে ‘গ্রীন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননার তৃতীয় আসর।  আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।  তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী, গায়িকা তানজিন মিথিলা, ফ্যাশন হাউজ ‘গয়না বাকসো’র প্রতিষ্ঠাতা ও কর্ণধার টুম্পা ফেরদৌস, ফ্যাশন হাউজ ‘সেলিব্রিটিস চয়েজ’ ও ‘তিশাস বিউটি হাব’র কর্ণধার ফারহানা সামাদ তিশা, গায়িকা কোনাল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া’সহ আরো অনেকে। অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুরকে। 

এ আয়োজন প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘এতো চমৎকার আয়োজনে আমাকে, আমার বোনকে সম্মানিত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত এবং গর্বিতও বটে।’ 

ফারহানা সামাদ তিশা বলেন, ‘সুব্রত দাদা ও স্বর্ণলতা দেবনাথকে আন্তরিক কৃতজ্ঞতা এতো নান্দনিকভাবে সম্মাননায় ভূষিত করায়।’