অপেক্ষায় শিপনের ছয় সিনেমা
প্রথম নিউজ, ডেস্ক : মিউজিক ভিডিওর মডেল হয়ে প্রথম আলোচনায় জায়গা করে নেন শিপন মিত্র। পরে সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। সৈকত নাসিরের পরিচালনায় ‘দেশা দ্য লিডার’ নামের একটি সিনেমায় অভিনয় করে দেশব্যাপী পরিচিতি ও জনপ্রিয়তা পান এই চিত্রনায়ক। এরপর থেকে নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন তিনি।
অভিনয়ের ধারাবাহিকতায় বর্তমানে একাধিক সিনেমার কাজ হাতে আছে তার। এগুলোর কাজ নিয়ে তাই ব্যস্ত সময় যাচ্ছে এই অভিনেতার। করোনাকালের আগে থেকে এখন পর্যন্ত ছয়টি সিনেমায় অভিনয় করেছেন। এগুলো হলো রফিক শিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’, মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘যাও পাখি বলো তারে’, শোয়েব সাদিকের ‘সুজুকী’, ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’, অনন্য মামুনের ‘বন্ধন’ এবং মাসুমা তানির পরিচালনায় ‘ভালোবাসা প্রজাপতি’। পর্যায়ক্রমে প্রতিটি সিনেমাই মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন শিপন মিত্র।
এ প্রসঙ্গে শিপন বলেন, আমি এখন পর্যন্ত যেসব সিনেমায় অভিনয় করেছি তার প্রতিটির গল্প এবং আমার চরিত্র উল্লেখ করার মতো। তাই দর্শকও আগ্রহ নিয়েই আমার সিনেমা দেখেন। আমিও মনযোগ দিয়ে সিনেমাগুলোতে অভিনয়ের চেষ্টা করি। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর গল্প এবং নির্মাণশৈলী দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আশা করছি প্রত্যাশা অনুযায়ীই সাড়া পাব আমি।
এদিকে নাটকেও ইদানীং অভিনয় করেন এই চিত্রনায়ক। আগামী বিজয় দিবসে প্রচারের জন্য ‘আমাতেই তুমি’ নামের একটি বিশেষ গল্পের নাটকে অভিনয় করেছেন শিপন। এটি পরিচালনা করেছেন শোয়েব সাদিক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: