‘বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছিল আওয়ামী লীগ’

ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ৭২-৭৫ সালে যা করেছিল আজ তারা যা করছে তার চেয়েও বেশি।

‘বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছিল আওয়ামী লীগ’
‘বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছিল আওয়ামী লীগ’

প্রথম নিউজ, মানিকগঞ্জ: সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ৭২-৭৫ সালে যা করেছিল আজ তারা যা করছে তার চেয়েও বেশি। তখন ছিল লিখিত বাকশাল। সংসদের ভেতরে ১১ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি গণতন্ত্রকে হত্যা করে সৈনিকেরা, সামরিক সরকারেরা। আর বাংলাদেশে কোনো সামরিক সরকার গণতন্ত্রকে হত্যা করে নাই। এটা  ইতিহাসের ব্যতক্রমী ঘটনা। ইতিহাস সৃষ্টি করে গণতন্ত্রকে হত্যা করেছিল একটি রাজনৈতিক দল, যার নাম আওয়ামী লীগ। এই ইতিহাসের তথ্যগুলো উপলব্ধি করতে হবে, বুঝতে হবে দেশের মানুষকে। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

 ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ অন্য কিছুকে ভয় পায় না, তারা ভয় পায় গণতন্ত্রকে এবং জনগণকে। ই কারণে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় না। এই অবস্থান থেকে পরিবর্তনের একটি মাত্র পথ এই সরকারকে সরে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষা নির্বাচন হতে হবে। জনগণ যাকে চায় তারা সরকার গঠন করবে। আওয়ামী লীগ যদি এতো ভালো কাজ করে থাকে আর জনগণ যদি তাদের ভোট দেয় তাহলে তারা সরকার গঠন করবে তাতে কোনো অনুবিধা নেই। আমরা তাদের স্যালুট করবো, কিন্তু তারা জনগণকে এতো ভয় পায় কেন?

মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতির রাজনৈতিক কার্যালয় মুন্নু সিটিতে অনুষ্ঠিত জেলা বিএনপি আয়োজিত জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক  জহিরুদ্দিন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ্ কবীব  প্রমুখ। 

সভাপতির বক্তব্যে আফরোজা খান রিতা বলেন, এই সরকার বাংলাদেশকে একটি ভারসাম্যহীন রাষ্ট্রে পরিণত করেছে। আমরা বিশ্বাস করি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন আগামীর বাংলাদেশ। আমরা তার দেখানো পথ, মত ও রূপরেখা অনুযায়ী এই আওয়ামী লীগ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ্। রাষ্ট্রকাঠামো মেরামত করেই আমরা রাজপথ ছাড়বো। আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে এই অবৈধ সরকারকে হটাবো। ১০ দফা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ১০ দফা বাস্তবায়নে আমরা  মাঠে আছি এবং থাকবো। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom