বৃন্দাবনে আনুষ্কা-বিরাট, প্রকাশ্যে এলো ভামিকা

সম্প্রতি ভারতের বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা ও তার স্বামী

 বৃন্দাবনে আনুষ্কা-বিরাট, প্রকাশ্যে এলো ভামিকা
 বৃন্দাবনে আনুষ্কা-বিরাট, প্রকাশ্যে এলো ভামিকা

প্রথম নিউজ, ডেস্ক : সম্প্রতি ভারতের বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা ও তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। তাদের সেই ট্রিপে সঙ্গী ছিলেন ছোট্ট ভামিকাও। তারকা যুগলের বৃন্দাবন ভ্রমণের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। ভক্তরা তাদের সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিরাট-আনুষ্কার কন্যা ভামিকাকেও। এই বছর দুবাইয়ে গিয়ে নতুন বছর বরণ করেছেন তারকা দম্পতি। শুক্রবারেই তারা ফিরেছেন মুম্বাইয়ে। প্রকাশ্যে এসেছে মুম্বাই এয়ারপোর্টে তাদের ছবিও। সেই সব ছবিতে যদিও ভামিকাকে দেখা যায়নি।

বৃন্দাবনে আনুষ্কা-বিরাট পূজা দিয়েছেন রাধা-মাধবের উদ্দেশে। সেই সময় সাদা পোশাক পরিহিতা ভামিকা মায়ের কোলেই ছিল। প্রতিবারের মতো এবারও মুখ দেখা যাচ্ছিল না ছোট্ট তারকা সন্তানের। খুবই সন্তর্পণে কন্যার মুখ আড়াল করে রেখেছিলেন অনুষ্কা।

উল্লেখ্য, আনুষ্কা-বিরাটের মেয়ে ভামিকার মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এই প্রথম নয়। এর আগে গত বছর একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন অনুষ্কার কোলে ভামিকার বিরাটকে উৎসাহিত করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর আনুষ্কা ও বিরাট খুব রেগে যান এবং কড়া নির্দেশ দেন যে কেউ যেন তাদের মেয়ের ছবি না তোলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom