১০ বছর পর ফের টেলিভিশন কাঁপাতে আসছেন মিঠুন

তিনি ডিস্কো কিং, তিনি জিমি, তিনিই ডিস্কো ডান্সার ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী

 ১০ বছর পর ফের টেলিভিশন কাঁপাতে আসছেন মিঠুন
 ১০ বছর পর ফের টেলিভিশন কাঁপাতে আসছেন মিঠুন

প্রথম নিউজ, ডেস্ক : তিনি ডিস্কো কিং, তিনি জিমি, তিনিই ডিস্কো ডান্সার ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি নিজেই যেন একটি প্রতিষ্ঠান। 

বহু মানুষের হৃদস্পন্দন মিঠুন। পশ্চিমবঙ্গের মানুষের আবেগের অন্য নাম স্বয়ং মহাগুরু। ৭১ বছরেও যেই মঞ্চে পৌঁছান সেখানে কাঁপান। হিন্দি অথবা বাংলায় ধারালো সংলাপে সবার মন জয় করেছেন তিনি। বিভিন্ন বয়স জুড়ে মিঠুনদা সবার মনের দশদিক জুড়ে আছেন।

কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা, একের পর সুপার ডুপার হিট ছবি উপহার। তার মধ্যে একাধিক জাতীয় পুরস্কার বাঙালিবাবু মিঠুন চক্রবর্তী সত্যিকারেই বাঙালিকে আরও সমৃদ্ধ করেছেন।

স্বপ্ন যা আমরা ঘুমিয়ে দেখি ঠিক তা নয়; যা মানুষকে ঘুমাতে দেয় না তাই হলো স্বপ্ন। এই স্বপ্নই মিঠুনদা বারবার দেখেছেন।

বড়দিনেই মুক্তি পেয়েছে মিঠুনের ছবি প্রজাপতি। দর্শকদের জন্য অনেকদিন পরে মিঠুনের উপহার। বড় পর্দার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তী টিভিতে বেশ জনপ্রিয়।

পশ্চিমবঙ্গের বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এ ফিরছেন মহাগুরু। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রোমোতেই ধামাকা সৃষ্টি হয়েছে।

সেখানেই তিনি বলছেন ১০ বছর পরে ফিরে এলেন তিনি নিজেরই ঘরে। ডান্স বাংলা ডান্স কতখানি তার মনের কাছাকাছি তা প্রোমোতেই বুঝতে পারা যায়।

আর সোশ্যাল মিডিয়ার কমেন্টে বুঝতে পারা যায় মিঠুন চক্রবর্তী কতখানি ঠিক সবার মনের কাছাকাছি। টেলিকাস্টের দিনক্ষণ এখনো জানা যায়নি, শুধুই টিজারে লেখা আসছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom