সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : দুলু
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
প্রথম নিউজ, নাটোর : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। স্বৈরাচার সরকার ক্ষমতা না ছাড়া পর্যন্ত খালেদা জিয়ার আন্দোলন, তারেক রহমানের আন্দোলন, বিএনপির আন্দোলন এবং জনগণের আন্দোলন চলবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, খালেদা জিয়া মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফার দাবিতে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বার বার ছিলাম। আমরা ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ওপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হামলা, তাদের মিছিলে আক্রমণ, বাড়িঘরে আগুন দেওয়া এ রাজনীতি কখনো করিনি। আমি নাটোরের দায়িত্বরত মন্ত্রী ছিলাম। কখনো তাদের মিটিং হামলা, মিছিলে বাঁধা দেওয়া এমন রাজনীতি করিনি। আজ বড়ই কষ্ট লাগে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়, বাধা দেওয়া হয়। আজকের এ শান্তিপূর্ণ কর্মসূচি আটকানোর জন্য বিভিন্ন রকম পাঁয়তারা করা হয়েছিল। আজ চাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সাধারণ মানুষ আজ কষ্টে দিন কাটাচ্ছে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দুলু বলেন, এই ১৪ বছর অনেক কষ্ট করেছেন। আপনারা অনেক রক্ত ঝড়িয়েছেন। সানাউল্লাহ নূর বাবু, রাকিব, সুজনসহ অসংখ্যক নেতাকর্মী ভাইদের হারিয়েছি। আমাদের অনেক নেতাকর্মীরা হামলা-মামলা, নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তারা দল ছেড়ে কোথাও যায়নি। আর মাত্র কয়েকটা দিন। এরপর নতুন সূর্য আসবে। এই সূর্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার। সামনে যত রকম আক্রমণ হোক না কেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনা হবে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ্ আলম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: