Ad0111

এই সরকারকে সরিয়ে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে: রিজভী

তিনি বলেন, ব‌লেন, এই সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোন বেহুদা কমিশন বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চেষ্টা চালানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এদেশের জনগণকে শোষণ করবে।

এই সরকারকে সরিয়ে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে: রিজভী
বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

প্রথম নিউজ, ঢাকা: এ সরকারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে একটা স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী |

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লা‌বের মাও. আকরাম খাঁ হ‌লে জাতীয়তাবা‌দী প্রজন্ম-৭১ এর উদ্যোগে নির্বাচন ক‌মিশন গঠনের নাটক এবং নির‌পেক্ষ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন। 

রুহুল ক‌বির রিজভী ব‌লেন, এই সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোন বেহুদা কমিশন বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চেষ্টা চালানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এদেশের জনগণকে শোষণ করবে। শুধু তাই নয় আরো অনেক টাকা বিদেশে পাচার হবে।

‌তি‌নি ব‌লেন, নির্বাচন কমিশনের একজন সদস্য মাহবুব তালুকদার শুদ্ধ উচ্চারণ করেছেন। তিনি বলেছেন ‘গণতন্ত্র একটা লাশ’। শুধু লাশ নয়; কঙ্কাল হয়ে গেছে। গণতন্ত্রের লাশ শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। এরপরে মাটির সাথে মিশে যাবে গণতন্ত্রের কঙ্কালের হাড় গোড়ও। সেই পরিস্থিতি তারা তৈরি করছে।

বিএন‌পির এই নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছে আমার কোনো ব্যর্থতা নাই। ঠিকই বলেছেন তিনি। আপনার ব্যর্থতা না সফলতা এটা জনগণ তাদের কাঠগড়ায় লিপিবদ্ধ করে রেখেছে। আমি মনে করি সিইসির নুরুল হুদার কোন ব্যর্থতা নাই তিনি সফল। কারণ ইভিএম মেশিন কিনতে যে শত শত কোটি টাকা দুর্নীতির সফলতা এটাতো হুদা সাহেব এর সফলতা। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ এর জন্য যে বিশেষ বক্তব্যের আয়োজন করেছে কোটি কোটি টাকা খরচ করে সেখানে যে দুর্নীতি হয়েছে সে সফলতা তো নুরুল হুদার সফলতা। তিনি নির্বাচন কমিশনে চাকরি করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছে সেটা তো তার সফলতা। সুতরাং তার কোনো ব্যর্থতা নাই তার সফলতা রয়েছে এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে।

১০ বছর ধরে দুইজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে মন্তব্য করে রিজভী বলেন, একটা হচ্ছে রকিবুল হুদা, একটা নুরুল হুদা, একজন ১৫৩ জন বিনা ভোটে নির্বাচিত করিয়েছে। আরেকজন নিশিরাতে ভোট করেছে। এই নুরুল হুদা চমৎকার মডেল আবিষ্কার করেছে কিভাবে দিনের ভোররাতে করতে হয় এই চমৎকার মডেলটির তিনি আবিষ্কার করেছে। সুতরাং এ ধরনের সফলতা তাদের দুজনেরই আছে।

আওয়ামী লীগের জেনেটিক ব্লাড এর মধ্যে নাৎসিবাদ ফ্যাসিবাদের উৎস র‌য়ে‌ছে মন্তব্য করে ছাত্রদ‌লের সা‌বেক এই নেতা ব‌লেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে নাৎসিবাদ ও ফ্যাসিবাদের উপাসনা করে সুতরাং এদের কাছ থেকে গণতন্ত্র আশা করা যায় না। এবং নুরুল হুদা কে বে‌চে বেচে  আনা হয়েছে যে গণতন্ত্র আবরণ থাকবে কিন্তু আমরা নাৎসিবাদ করব আর সেটা নুরুল হুদা অত্যন্ত সফলভাবে করেছে। এই আওয়ামী নাৎসিবাদের কে তিনি প্রতিষ্ঠা করেছেন।

শেখ হাসিনা ও নুরুল হুদার সফলতা একই ধরনের মন্তব্য করে বিএনপি'র মুখপাত্র বলেন, শেখ হাসিনার সফলতা হচ্ছে কিভাবে সাংবাদিকদের পা ভেঙে দিতে হবে। দমন করতে হবে যাতে তাদের কুকীর্তি প্রকাশ না হয়।

সাগর-রুনি হত্যা সরকারের রুই কাতলা জড়িত আছে মন্তব্য করে তিনি বলেন, সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যার সাথে এই সরকারের রুই-কাতলা জড়িত আছে বলেই তাদের বিচার হয় না। হত্যাকারীদের খুঁজে বের করা হয় না। হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনা তাহলে কিসের সরকার। যদিও সরকার গণতান্ত্রিক হত, গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকতো তাহলে এই সাগর-রুনি হত্যাকাণ্ড দিয়েই এই সরকারের পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তারাতো তা চায় না। তারা চায় ক্ষমতা।

তিনি বলেন, অবৈধ সরকারের সব কিছু অবৈধ। এই সরকার অবৈধ' তাই তাদের সকল কার্যক্রম ও অবৈধ। বৈধ হবে তখনই যখনই স্বচ্ছ নির্বাচন হবে।

সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, প্রতিদিন শত শত নেতাকর্মী কোর্টে হাজিরা দিতে হয়। এই যে একটা নির্যাতন এটা থেকে বাঁচতে ঝাঁক বেঁধে রাজপথে নামতে হবে। আন্দোলনের ডাক আসছে। কে দেখলো বাঁ কে দেখলো না সেটা দেখার বিষয় না একবারে ঝাঁক বেঁধে নেমে এ সরকারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে একটা স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি ঢালী আ‌মিনুল ইসলাম রিপ‌নের সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব‌্য রা‌খেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, সহসাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মোহাম্মদ রহমতুল্লাহ, খন্দকার আব্দুল হামিদ ডাবলু প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news