সুদান থেকে কূটনীতিকদের উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র
বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমার নির্দেশনায় সেনাবাহিনী মার্কিন সরকারি কূটনীতিকদের উদ্ধার করেছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সুদানে ভয়াবহ লড়াই চলছে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে। এ অবস্থায় সেখান থাকে কূটনীতিক ও তাদের পরিবারকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমার নির্দেশনায় সেনাবাহিনী মার্কিন সরকারি কূটনীতিকদের উদ্ধার করেছে। এর আগে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস ( আরএসএফ) বলেছে, ৬ টি বিমান ব্যবহার করে রোববার ভোরে উদ্ধার অভিযান চালানো হয়েছে।
এতে তারা সহযোগিতা করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে প্রকৃতপক্ষে কতজনকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি। সিবিএস নিউজ বলেছে একটি বিমানে ৭০ জন করে স্টাফকে উদ্ধার করা সম্ভব। ওদিকে প্রেসিডেন্ট বাইডেনের বিবৃতি অনুযায়ী বন্ধ করে দেয়া হয়েছে খার্তুমের মার্কিন দূতাবাস। মার্কিন উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য তিনি জিবুতি, ইথিওপিয়া এবং সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন।