রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান

আজ সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করছেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা। 

রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান
রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান

প্রথম নিউজ, অনলাইন: বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করছেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা।  সকাল ১১টায় গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, সকাল ১১টায় শাহবাগে বিএনপির গণঅবস্থান কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রলীগ। একই সময়ে ফার্মগেটে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সমাবেশ করবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেবেন। বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 'বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ' হবে। সেখানেও বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: